সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের বুধবারের (৩১ আগস্ট) মধ্যে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে এ মাইকিং করা হয়। পাশাপাশি সলিমপুরের সরকারি খাস জমিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে অবৈধ বসতিদের জঙ্গল সলিমপুর ত্যাগের জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। বুধবারের মধ্যে অবৈধ বসবাসকারীরা সরে না গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হবে। এর আগে জঙ্গল সলিমপুর এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়।
এক সময় পাহাড়-পর্বতে ঘেরা সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর গত দুই দশকে ভূমি দস্যুদের কবলে পড়ে। অন্তত এক হাজার একর পাহাড় কেটে বসতি গড়ে তোলা হয়। প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী এসব পাহাড় কেটে প্লটও বিক্রি করেছে। সম্প্রতি পাহাড়কাটা বন্ধে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সলিমপুরে পরিবেশবান্ধব একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহ দেখিয়েছে সরকারি বিভিন্ন সংস্থা। সরকারি এসব প্রকল্প বাস্তবায়নে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হচ্ছে।