সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / ভারতে আটকে থাকা চট্টগ্রামের ৩২ জেলে দেশে ফিরেছেন সাড়ে ছয় মাস পর

ভারতে আটকে থাকা চট্টগ্রামের ৩২ জেলে দেশে ফিরেছেন সাড়ে ছয় মাস পর

চট্ট বাংলা ডেক্স

ভারতে আটক থাকার দীর্ঘ সাড়ে ছয় মাস পর চট্টগ্রামের ৩২ জেলেসহ ৮৮ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ভারতীয় কোস্টগার্ড ওই জেলেদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বলে জানিয়েছেন ‘এফভি সোনার মদিনা-২’ ট্রলারের মাঝি শাহ আলম।

তিনি বলেন, একই সময় কুতুবদিয়ার ২৯ জন ও মহেশখালীর ২৭ জন জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আজ বুধবার সকালের মধ্যে তাঁরা চট্টগ্রামের বাঁশখালীর নিজ গ্রামে পৌঁছাবেন বলে জানা গেছে।

 

এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার এফভি সোনার মদিনা-২ ট্রলারের ৩২ জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে। আটক জেলেরা সবাই উপজেলার শিলকূপ ইউনিয়নের জেলেপল্লির বাসিন্দা।

দীর্ঘ সময় পর পরিবারের সদস্যরা দেশে ফিরে আসায় জেলে পরিবারগুলোতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। ভারতে আটকে থাকা জেলে কবির আহমদের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, স্বামীকে ছাড়া আমাদের দুটি ঈদ করতে হয়েছে। গতকাল রাতে কথা হইছে। এখন স্বামী ঘরে ফিরবে, আমরা অনেক খুশি।

তবে জেলেদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করতে পারেনি উপজেলা প্রশাসন। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, তিনি জেলেদের ফেরার বিষয়ে এখনো কিছু জানেন না। এ বিষয়ে তিনি খোঁজ নেবেন। তবে এর আগে জেলেদের মুক্তির ব্যাপারে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ হয়েছিল।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …