অভি পাল (প্রতিনিধি)
২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাঙ্গুনিয়ার রাজপথে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে…
উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার,
তিনি বলেন,রাঙ্গুনিয়া হচ্ছে হাছান মাহমুদের ঘাটি ,আওয়ামী লীগের ঘাটি। তিনি আরও বলেন, বিএনপি জামাতের অপরাজনীতি যুবলীগ একাই মোকাবেলা করবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, সাবেক সদস্য সিরাজুল ইসলাম বাহাদুর, যুবলীগ সহ-সভাপতি বি.কে লিটন, তাঁতী লীগ সভাপতি মোরশেদ তালুকদার সহ রাঙ্গুনিয়ার প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত অসংখ্য যুবলীগের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেন।