সোমবার , নভেম্বর ৪ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে চাদগাঁওস্থ বহদ্দারহাটে স্মরণসভা

জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে চাদগাঁওস্থ বহদ্দারহাটে স্মরণসভা

 

জুনায়েদ হোসেন (প্রতিনিধি)

জাতীয় শোক দিবস ২০২২ ও ২১ আগষ্ট ২০০৪ সালের গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে ২০ আগষ্ট ২০২২ইং আজ শনিবার নগরীর বহদ্দারহাট চত্বরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চাদগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এসরারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল আলম দোভাষ,চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সাবেক চেয়ারম্যান জনাব আবদুচ সালাম।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন,বঙ্গবন্ধুকে হত্যার চার দশক অতিবাহিত হয়ে গেল। শুধুমাত্র চারদশক কেন, অনন্তকাল ধরে ইতিহাসের এই বরপুত্রের মূল্যায়ন করবে সমগ্র জাতি। এই মহান নেতার শাহাদাত বার্ষিকীতে অন্তরের গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছি। আর তিনিসহ ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের জন্য রুহের মাগফেরাত কামনা করছি।তিনি আরও বলেনঃ “খণ্ডিত নয়, নয় কোন বিকৃত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানুক প্রজন্ম থেকে প্রজন্ম ” এই মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযুদ্ধের চেতনায় জয় বাংলার প্রেরনায় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রি শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য তরুণ প্রজন্মকে আহবান করেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধুকন্যা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে পঁচাত্তরের মত কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল আলম দোভাষ বলেন,পঁচাত্তরের পনেরই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। তাই জাতি আজ বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে এবং নতুন প্রজন্মের হাতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা ১৫আগষ্ট ও ২১ আগষ্ট চাই । আওয়ামীকে চিরতরে ধংস করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল।বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রয়াসে প্রধানমন্ত্রীর পাশে থাকবার জন্য দেশবাসী ও প্রবাসীদের তিনি আহ্বান জানান।
চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সাবেক চেয়ারম্যান জনাব আবদুচ সালাম বলেন,বিশ্বের ইতিহাসে স্বীকৃত সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নেতা বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমান। জাতির পিতার হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ।প্রায় পাঁচ যুগের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের। তিনি সকল প্রবাসী ও আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বিএনপি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে আহবান জানান।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, সারা বিশ্বে একজন ভালো মানুষ। তিনি মুক্তিযুদ্ধের চেতনার সাথে কোনো আপস করেননি। শাহাদাৎ তাকে অনেক দূর নিয়ে গেছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকবে।
উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতাকর্মী সহ আরো অনেকেই।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …