অভি পাল (প্রতিনিধি)
বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ এর আওতাধীন চন্দনাইশ উপজেলার গীতা শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে চারটি পরীক্ষা কেন্দ্রে প্রায় ১২০০ গীতা শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
কেন্দ্র গুলো হল গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শুচিয়া রামকৃষ্ণ বহুমুখী উচ্চ বিদ্যালয়,বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়,দোহা জারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ।তিনি বলেন,গীতা মানুষকে প্রকৃত মানুষ হতে শিক্ষা দেয়।কোমলমতি শিশু-কিশোরদের ধর্ম শিক্ষার কোন বিকল্প নেই।গীতাই পারে আমাদের জ্ঞানচক্ষুকে আলোকিত করতে। অন্ধকার সমাজ থেকে জ্ঞানের পথে ফিরিয়ে আনতে। সমাজের মাদকাসক্ত সকল ছেলে মেয়েকে ধর্মের পথে ধাবিত করতে। তাই প্রতিদিন গীতা পাঠ করার জন্য আহ্বান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্ঠা শ্রী প্রিতম চৌধুরী, বাগীশিক দক্ষিণ জেলার সভাপতি শ্রী দেবাশীষ দত্ত ক্রেডিট , সাধারণ সম্পাদক শ্রী সুজন মজুমদার, সহ সভাপতি শ্রী শ্যামল বৈদ্য , পুলক চৌধুরী । তাছাড়া চন্দনাইশ উপজেলার উপদেষ্টা স্বামী অজপনন্দ পুরী মহারাজ সহ অন্নান্য উপজেলার কর্মকর্তারাও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ।