শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / নির্মাণ হবে চট্টগ্রামের কালুরঘাট সেতু – চলতি বছরেই ভিত্তিফলক

নির্মাণ হবে চট্টগ্রামের কালুরঘাট সেতু – চলতি বছরেই ভিত্তিফলক

চট্ট বাংলা ডেক্স

সুদীর্ঘ দিন পর অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে  পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হবে চট্টগ্রামের কালুরঘাট সেতু। এই সেতু নির্মাণে ব্যয় হবে ৬ হাজার ৩৪১ কোটি টাকা। সেতুটি হবে ৭৮০ মিটার দীর্ঘ। ভায়াডাক্ট হবে ৫ দশমিক ৬২ মিটার এবং স্প্যান হবে ১০০ মিটার। আর সেতুর উচ্চতা হবে ১২ দশমিক ২ মিটার। বুধবার বেলা ১১টায় রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবিতে কালুরঘাট রেল কাম সড়ক সেতুর অগ্রগতি নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব তথ্য উঠে আসে।

বৈঠকে নতুন সেতুর প্রস্তাবিত নকশা ও আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়। সভা শেষে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। চলতি বছরেই সেতুর ভিত্তিফলক স্থাপন করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন।কালুরঘাটে এখন যে সেতুটি রয়েছে সেটি থেকে হালদার উজানের দিকে ৭০ মিটার দূরে নতুন সেতুটি নির্মাণ করা হবে। পাশাপাশি একটি সংযোগ সড়ক নির্মিত হবে, সেটি করবে রোডস অ্যান্ড হাইওয়ে।

কোরিয়ার রাষ্ট্রায়ত্ত এপিম ব্যাংকের নিয়োগকৃত প্রতিষ্ঠান ইওশিন ইঞ্জিনিয়ারিং করপোরেশন প্রাথমিক সমীক্ষা শেষে সেতু নির্মাণের স্থান, নকশা, ব্যয় ও নির্মাণকাল নিয়ে প্রাথমিক প্রস্তাবনা রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছে।বৈঠকে মোছলেম উদ্দিন আহমেদ, পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন ছাড়াও সমীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ইওশিন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …