মঙ্গলবার , সেপ্টেম্বর ১০ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী

অভি পাল, প্রতিনিধি
পদ্মা সেতু নির্মান, শেখ হাসিনার অবদান, পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপুরণ’ এই স্লোগানকে বুকে ধারন করে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালি টি ২৫ জুন সকাল ১১টায় গাছবাড়ীয়া সরকারি কলেজ চত্বর থেকে গাছবাড়ীয়া খাঁন হাট দিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে গিয়ে শেষ হয়।

আহবায়ক মো” সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাফাতুন নূর চৌধুরীর সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সাইফুল ইসলাম বাবুর বলেন,আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু’।আমাদের গৌরব ও সক্ষমতার প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে।অসম্ভব কে সম্ভব করে যে দুঃসাহসিকতা দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, তা জাতি সারা জীবন মনে রাখবে।

এছাড়াও বক্তব্যে রাখেন যুগ্ম আহবায়ক সাফাতুন নূর চৌধুরীর বলেন,আমাদের এই সোনার বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন ও উন্নয়নের প্রতীক পদ্মা সেতু জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে সম্ভব হয়েছে । তিনি আবারো বিশ্বের দরবারে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে চিনিয়ে দিয়েছেন যে মেধা,শ্রম,,দেশের প্রতি গভীর ভালোবাসা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়।

সেই আনন্দের অংশীদার এবং গৌরবের অংশ হিসেবে এ র‍্যালিতে সকলে অংশ নিয়েছে।র‍্যালীতে কলেজ ছাত্রলীগ ছাড়াও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …