ডেক্স নিউজ
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন, বাঙালি বীরের জাতি, কোন অপঅশক্তি এ জাতিকে কোনদিন দমিয়ে রাখতে পারেনি।১৯৭১ সালে আমরা জাতির জনকের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি আর তারই কন্যার সুযোগ্য নেতত্বে আমরা একটি উন্নত রাষ্ট্র গঠনে এগিয়ে চলেছি,বহু অপবাদ বহু ষড়যন্ত্রের পরেও একজন অদম্য শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন বাঙালি চেষ্টা করলে সবকিছুই পারে।স্বপ্নের পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধন উপলক্ষে আজ(২৫ জুন)সকাল ১১ টায় দোস্ত বিল্ডিং চত্বরে বর্ণাঢ্য বিশাল আনন্দ মিছিলোত্তর সমাবেশে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান বক্তা সংঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান বলেন ষড়যন্ত্রকারীদের মুখে চুন কালি দিয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতু আজ উদ্বোধন হয়েছে যাতে জাতি হিসেবে আমরা গর্বিত,
যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন,এড ফখরুদ্দিন চৌধুরী, মো আবুল কালাম আজাদ,এ টি এম পেয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, আবুল কাশেম চিশতি,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,জসিম উদ্দিন শাহ,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু,নজরুল ইসলাম তালুকদার,সম্পাদক মন্ডলীর সদস্য ডা মো মোস্তফা,ইঞ্জিনিয়ার মো হারুন, আলাউদ্দিন সাবেরী,ইদ্রিচ আজগর,জাফর আহমেদ, প্রদীপ চক্রবত্তী,মো নুর খান,নাজিম উদ্দিন তালুকদার,আবু তালেব,আ স ম ইয়াছিন মাহমুদ,জেবুন্নেচ্ছা জেসি, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম বাবুল,শওকত আলম,মো ইদ্রিচ, সরোয়ার হাসান জামিল,মো সেলিম উদ্দিন,ফোরকান উদ্দিন আহমেদ, আখতার হোসেন খান,গোলাম রব্বানী,ইসমাঈল হোসেন,সাহেদ সরোয়ার শামীম,বখতেয়ার সাঈদ ইরান,আখতার উদ্দিন পারভেজ, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব,মনজুর মোর্শেদ ফিরোজ,সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল্লা আল বাকের ভুইয়া,সাধারণ সম্পাদক এস এম আল মামুন,এড ভবতোষ নাথ,জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ,সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আখতার নিশু,জেলা যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, রাশেদ খান মেনন,যুব মহিলা লীগের এড জুবাঈদা সরোয়ার নিপা, মৎস্যজীবী লীগের হারুন অর রশীদ,তাঁতী লীগের রুপক দেব অপু,জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু,সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
সমাবেশ শেষে ব্যানার ফেস্টুন প্লেকার্ড নিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে স্বাগত স্লোগানে স্লোগানে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে কোতোয়ালী লালদিঘী,আন্দরকিল্লা, মোমিন রোড, জামাল খান হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।এছাড়া এ উপলক্ষে দোস্ত বিল্ডিং ভবনসহ আশে পাশের সড়কদ্বীপ বিভিন্ন ব্যানার ফেস্টুন ও আলোক সজ্জায় সজ্জিত করন করা হয় এবং দুপুরে রীমা কমিউনিটি সেন্টারে প্রায় পাচ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়।