রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / Uncategorized / টেকনাফে বিজিবির অভিযানে ১ কেজি আইসসহ আটক মাদক ব্যবসায়ী

টেকনাফে বিজিবির অভিযানে ১ কেজি আইসসহ আটক মাদক ব্যবসায়ী

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৩৫৪ গ্রাম আইসসহ হাবিব উল্লাহ (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতার ব্যক্তি উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে।

বুধবার (২২ জুন) রাত দেড়টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, বুধবার রাতে খারাংখালী সীমান্তে জওয়ানরা নিয়মিত টহলের সময় মিয়ানমার থেকে সাঁতারকেটে সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে। লোকটি বিজিবির উপস্থিতি টের পেয়ে নিজেকে কাদার মধ্যে লুকানোর চেষ্টা করলে এসময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে কোমরে বাঁধা অবস্থায় ১ কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ গ্রেফতার ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

এটি পড়ে দেখতে পারেন

সানোয়ারা উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সেমিনার সম্পন্ন

  নিজস্ব প্রতিবেদক গত ১৯ জুলাই বুধবার সকাল দশটায় যুব সেচ্ছাসেবকদের মান উন্নয়নের লক্ষে যুব …