চট্টবাংলা ডেস্ক-ঃ বন্দর নগরীর কোতোয়ালী থানা পুলিশ সদস্যদের ( টিম কোতোয়ালী) সহযোগিতায় কোতোয়ালি থানা এলাকার শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হল এক সপ্তাহের খাবার।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি যখন মহামারি আকার ধরণ করেছে। এ করোনা দুর্যোগে দেশের অন্যান্য এলাকার মত চট্টগ্রামেও আয় প্রায় শূন্যে নেমে আসা দিন মজুর ও খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
কোতোয়ালী থানা সূত্রে জানা যায়,এ দফায় রক্তদাতা সংগঠন কণিকা এবং জুলেখা-মাওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে বিনামূল্যে খাবার পায় কোতোয়ালী এলাকার মানুষ। এ সময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম ও সাইফুল্যাহ মনির সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা ।