![](https://chattobangla.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মানস চক্রবর্তী। চট্টবাংলা প্রতিনিধি -ঃ
করোনা ভাইরাস প্রতিরোধে নগরবাসীকে নিরাপদ রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ১ লক্ষ অসচ্ছল পরিবারের মাঝে হাত ধোয়ার সাবান,বালতি ও মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ।
করোনা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসাবে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এলআইপিইউসি’র সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করবে বলে জানায় চসিকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা।
গতকাল রবিবার ২৯ মার্চ চসিক কার্যালয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. সফিকুল মান্নান ছিদ্দিকী ও এলআইপিইউসি এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও চসিক পরিচ্ছন্ন কর্মীদের মাঝে আজ ৪ হাজার হ্যান্ডগ্লাবস বিতরণ করারও সিদ্ধান্ত গৃহিত হয়। ইতোমধ্যে চসিকের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে ৪ শত ৮৮ কেজি চাল ও ১ শত কেজি ডাল বিতরণের জন্য ওয়ার্ড কাউন্সিলরদের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানান সিটি মেয়র।
![](https://chattobangla.com/wp-content/uploads/2020/09/0020-300x300.jpg)