সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / না ফেরার দেশে কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু

না ফেরার দেশে কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু

অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭ বার নির্বাচিত জননন্দিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু আর নেই।

বৃহস্পতিবার ১৮ মার্চ ভোর ৪ঃ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

১৯৭৭ সাল ১৯৮১ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন। ১৯৯৪ সালের জানুয়ারি হতে একটানা ৬ বার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন তিনি ।

বিগত ২৯ জানুয়ারি ২০২১ ইং অনুষ্ঠিত নির্বাচনেও তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন।

সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু সর্বশেষ চকবাজার আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …