অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭ বার নির্বাচিত জননন্দিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু আর নেই।
বৃহস্পতিবার ১৮ মার্চ ভোর ৪ঃ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১৯৭৭ সাল ১৯৮১ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন। ১৯৯৪ সালের জানুয়ারি হতে একটানা ৬ বার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন তিনি ।
বিগত ২৯ জানুয়ারি ২০২১ ইং অনুষ্ঠিত নির্বাচনেও তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন।
সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু সর্বশেষ চকবাজার আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.