শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে করোনার প্রথম টিকা নিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

চট্টগ্রামে করোনার প্রথম টিকা নিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

অনিন্দ্য নয়ন। জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ চট্টগ্রামে সর্বপ্রথম নিজের শরীরে করোনার ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার ৭ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকার কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম নগরের দুটি কেন্দ্র ও ১৪ উপজেলায় করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

শিক্ষা উপমন্ত্রীর ভ্যাকসিন গ্রহণের পরপর করোনার ভ্যাকসিন গ্রহণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সহ অন্যান্যরা।

বিষয়টি নিশ্চিত করে চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আকতার চৌধুরী জানান, চট্টগ্রামে আমাদের ১ লাখ ৫৪ হাজার টিকা বরাদ্ধ রয়েছে।

রবিবার ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডকেল কলেজ(চমেক) হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকা দেয়া হচ্ছে। ১০টি বুথে এ কার্যক্রম চলছে। জেনারেল হাসপাতালেও ছোট পরিসরে টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে নেভি হাসপাতালসহ বাকি ১৩টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হবে।

চমেক হাসপাতালের ৪র্থ তলায় ভ্যাকসিন প্রদানের জন্য চারটি বুথ রয়েছে। এর মধ্যে দুটি বুথে পুরুষ এবং দুটি বুথে মহিলাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। অনলাইনে নিবন্ধনকৃতরাই ভ্যাকসিন নিতে পারবেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …