শনিবার , ডিসেম্বর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / স্বামীকে বেঁধে রেখে পোশাককর্মীকে ধর্ষণ

স্বামীকে বেঁধে রেখে পোশাককর্মীকে ধর্ষণ

অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ চট্টগ্রামের কাস্টমস মোড় এলাকায় স্বামীকে বেঁধে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে জামাল হোসেন (৩০), মো. মানিক (২৪) ও মো. মনির হোসেন (২০) নামের তিন যুবককে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

শনিবার ৬ ফেব্রুয়ারি রাতে নগরের বন্দর থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

ধর্ষণের ঘটনায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন জানান, ধর্ষণের শিকার ওই পোশাককর্মী শুক্রবার ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় তার স্বামীর সঙ্গে একটি দোকান খোঁজার জন্য বের হন। এসময় কাস্টম মোড় এলাকায় তিন যুবক একটি টং দোকানের ভেতরে নিয়ে তার স্বামীকে বেঁধে রেখে তাকে গণধর্ষণ করে।

উক্ত ঘটনায় শনিবার রাতেই বন্দর থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী নারী।

এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার তিন আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …