অনিন্দ্য নয়ন। জ্যেষ্ঠ প্রতিবেদক। চট্টবাংলা ডট কমঃ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪০০০ পিস ইয়াবা সহ মোঃ শাহজাহান (২০) ও মোঃ জসিম (১৯) নামের ২ জনকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।
সোমবার ২৮ ডিসেম্বর সকালে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে পাহাড়তলী থানা পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহজাহান (২০) ও মোঃ জসিম (১৯)কে গ্রেফতার করে।
পরে তল্লাশী চালিয়ে তাদের হেফাজত হতে ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।