অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোডস্থ খালাসি পুকুর পাড় এলাকায় আদালতের স্থিতাবস্থা নিষেধাজ্ঞা অমান্য করে দোকান স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় অবৈধ দোকান নির্মাণ বন্ধ করা হয়।
জানা যায়, চান্দগাঁও থানাধীন খাজা রোডস্থ খালাসী পুকুর পাড়ের আর.এস. ৭৮২ নং খতিয়ানের ৩০৩৮ দাগের জমি সংক্রান্ত বিরোধে রেজিয়া বেগম গং বাদী হয়ে চট্টগ্রাম ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন।
উক্ত কারণে মঙ্গলবার ১ ডিসেম্বর ২০ ইং তারিখে চট্টগ্রাম যুগ্ম জেলা জজ ১ম আদালত উক্ত নালিশী সম্পত্তির দখল ও হস্তান্তর স্থিতাবস্থা বজায় রাখার জন্য বাদী ও বিবাদীগণকে নির্দেশ প্রদান করেন।
কিন্তু বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০ ইং সকালে জনৈক মোঃ মুন্সী মিয়া নির্মাণ শ্রমিক ও নির্মান সামগ্রী সহযোগে বিরোধীয় সম্পত্তিতে দোকান স্থাপনা নির্মাণ করা শুরু করলে মামলার বাদীপক্ষের লোকজন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে পু্লিশের সাহায্য কামনা করেন।
পরবর্তীতে চান্দগাঁও থানা পুলিশের টিম উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত সম্পত্তিতে আদালতের আদেশ অমান্য করে কোনরুপ স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা প্রদান করেন।
উক্ত স্থাপনা নির্মাণের বিষয়ে বাদীপক্ষের আকতার হোসেন বলেন, আদালতের নির্দেশনা থাকলেও মোঃ মুন্সী মিয়া নির্দেশ অমান্য করে অবৈধ উপায়ে বিবাদমান স্থানে দোকান নির্মানের চেষ্টা করে। এই ঘটনায় আমরা জরুরী সেবা ৯৯৯ এ কল করে সাহায্য প্রার্থনা করলে চান্দগাঁও থানা পুলিশ এসে উক্ত দোকান নির্মান কাজ বন্ধ করে উভয়কে আদালতের নির্দেশ মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনার ব্যাপারে মোঃ মুন্সী মিয়ার সাথে কথা বলতে চাইলে উক্ত বিষয়ে কোনরুপ কথা বলতে রাজী হন নি তিনি।