সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / কোতোয়ালীতে ৩৯টি চোরাই মোবাইল এবং ১০৪০০০ টাকা সহ গ্রেফতার ২

কোতোয়ালীতে ৩৯টি চোরাই মোবাইল এবং ১০৪০০০ টাকা সহ গ্রেফতার ২

অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯টি চোরাই মোবাইল এবং ১,০৪,০০০ টাকা সহ মুহাম্মদ সোহেল উদ্দিন (২৮) ও মোঃ হানিফ (৩০) নামের ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর বিকালে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এসময় ৩৯টি চোরাই মোবাইল এবং ১,০৪,০০০ টাকা সহ মুহাম্মদ সোহেল উদ্দিন (২৮) ও মোঃ হানিফ (৩০) কে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …