সোমবার , এপ্রিল ৭ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / র‌্যাবের জালে লেগুনা চালক নাজমুল হত্যার আসামী ইমন

র‌্যাবের জালে লেগুনা চালক নাজমুল হত্যার আসামী ইমন

অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কম: চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় লেগুনা চালক নাজমুল হক হত্যার ঘটনায় এজহারভুক্ত দুই নম্বর আসামি ইমনকে কক্সবাজারের সেন্টমার্টিন হতে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুরে র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা ইমনের অবস্থান জানতে পেরে কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে ইমনকে আটক করি। সে নাজমুল হত্যা মামলার দুই নম্বর আসামি।

মঙ্গলবার ১০ নভেম্বর আমরা উক্ত মামলার প্রধান আসামি রাজুকে আটক করি।

তিনি আরও জানান, ‘চারজন মিলে নাজমুল হককে হত্যা করেছিল। মামলার প্রধান আসামি রাজু এবং দ্বিতীয় আসামি ইমনকে আমরা আটক করে থানায় সোপর্দ করছি।

ইতোপূর্বে বাইশ্যা এবং অপর রাজুকে পুলিশ আটক করে আদালতে সোর্পদ করেছে।

উল্লেখ্য, সোমবার ৯ নভেম্বর রাতে রাজু, ইমন, বাইশ্যা ও রাজু মিলে সাগরিকা থেকে মদুনাঘাট আসার জন্য নাজমুলের লেগুনা ভাড়া করে। নাজমুল মদুনাঘাট এসে স্বজনদের জানিয়েছিল তিনি মদুনাঘাট এলাকায় নিয়ে পৌঁছেছেন। এরপর বাসায় ফিরে না আসায় স্বজনরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় তারা থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশের পাশাপাশি র‌্যাব নাজমুলের সন্ধানে মাঠে নামে । র‌্যাবের হাতে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে রাজু নাজমুল হত্যাকান্ডের বিষয়ে র‌্যাবের কাছে স্বীকারোক্তি প্রদান করেন।

তার দেওয়া তথ্যমতে ১০ নভেম্বর দুপুর ২টায় হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের চন্দ্রাবিল থেকে নাজমুলের লাশ উদ্ধার করে পুলিশ।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …