বুধবার , ডিসেম্বর ৬ ২০২৩
শিরোনাম
Home / চট্টগ্রাম / আনোয়ারায় খেটে খাওয়া গৃহবন্দী মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী নাসির উদ্দীন

আনোয়ারায় খেটে খাওয়া গৃহবন্দী মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী নাসির উদ্দীন

চট্টবাংলা ডেক্স-ঃ
করোনা মোকাবেলায় সরকারের নির্দেশে সারাদেশের ন্যায় আনোয়ারা উপজেলায়ও চলছে সামাজিক দূরত্বে অবস্থান পক্রিয়া। সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় উদ্বেগ উৎকন্ঠা বেড়ে চলেছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষদের।
শ্রমজীবী মানুষদের এমন বিপদকালীন সময়ে তাদের পাশে এসে দাঁড়ায় প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দীন। রাতের আধাঁরে আনোয়ারা বারশত ইউনিয়নের গুন্দীপ পাড়া গ্রামে ১০০টি ঘরে, গৃহবন্দি থাকা অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিস ঘরে পৌঁছে দেন তিনি।
গুন্দীপ গ্রামের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ নাছির উদ্দীনের এই উদ্যেগকে মানবিক উজ্জ্বল দৃষ্টান্ত বলে অবহিত করেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন, সারা বছরের মানবতার চেয়ে
এই মুহুর্তের মানবিক সহযোগিতা অনেক গুরুত্ব বহন করে। দিনমজুররা ঘরে বসা,বাচ্চারা খুদা খুদা কান্না শুরুর আগে তাদের হাতে কিছুটা খাবার তুলে দিতে পারলে বাবা তার অবুঝ সন্তানের কাছে আর ছোট ও লজ্জিত হয়না।প্রতিটি বাচ্চার কাছে তার পিতা পৃথিবীর সেরা বাবা। মহান আর সুপার হিরো বাবা। তাদের বিশ্বাস তার বাবা তাদের ক্ষুদায় কস্ট দিবে না।
তথ্য,সংবাদ ও ছবি কৃতজ্ঞতা- সাংবাদিক মহিউদ্দিন মনজুর।

এটি পড়ে দেখতে পারেন

সাংবাদিকের প্রশ্নে চড়াও চট্টগ্রাম ১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর 

  চট্টবাংলা ডেক্স   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন …