মহিন আহম্মদ চৌধুরী/ চট্টবাংলা প্রতিনিধি-ঃ
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণ মুক্ত করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য দেশব্যাপী গত ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করছে। চলমান এই পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব পালনকালে আলাদা কোনো পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
প্রসঙ্গত নভেল করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সারা দেশে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটির পাশাপশি গত ২৪ মার্চ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী নামানোর ঘোষণা দেয় সরকার।
সশস্ত্র বাহিনীর সদস্যরা এ সময় গণপরিবহন বন্ধ, জনসমাগম নিষিদ্ধের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে জনহিতকর বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণসহ বেশকিছু কাজে সহযোগিতা করবেন বলে জানান সরকারের দায়িত্বশীল কর্মকর্তা।
সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে সশস্ত্রবাহিনীর টহলকালীন সাংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে আলাদা কোনো পাস বা পরিচয়পত্র ইস্যু করা হবে কিনা-জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি স্ব-স্ব মিডিয়া হাউস থেকে গণমাধ্যমকর্মীদের যে পরিচয় পত্র সরবরাহ করা হয় সেটিই যথেষ্ট।
এছাড়া সংবাদকর্মীদের যদি মিডিয়া হাউজ থেকে বলে দেওয়া হয় তিনি অন-ডিউটিতে আছে তাহলেও তারা পেশাগত দায়িত্ব পালনে কোন বাঁধার সম্মুখীন হবেনা। এর জন্য আলাদা কার্ড দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করিনা। একজন গণমাধ্যমকর্মী যখন অন-ডিউটিতে থাকে তখন তাকে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি।
তিনি আরো বলেন, এই দুর্যোগ সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বিভিন্ন জায়গায় যেতে হয় সেজন্য তারাও কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকেন। আমরা বলেছিলাম সাংবাদিকদের পার্সোনাল প্রটেকশনের জন্য কিছু পিপিই দেওয়ার ব্যবস্থা করবো।
সরকার করোনা ভাইরাস মোকাবেলায় ছুটি ও গণপরিবহন বন্ধ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের চলাচল বন্ধ হলে করোনা ভাইরাস সংক্রমণ রোধ হয়। বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া এ পদক্ষেপ নিয়ে অনেকটা সফল হয়েছে।