রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
শিরোনাম
Home / জাতীয় / আইইডিসিআর’র ৬ কর্মী করোনায় আক্রান্ত আজ থেকে কোয়ারেন্টাইনে গেলেন কর্মকর্তারা

আইইডিসিআর’র ৬ কর্মী করোনায় আক্রান্ত আজ থেকে কোয়ারেন্টাইনে গেলেন কর্মকর্তারা

চট্টবাংলা ডেস্ক-ঃ
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর ৬ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাদের সংস্পর্শে আসা আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
করোনায় আক্রান্তরা ইতিমধ্যে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইইডিসিআর’র টেকনোলজিস্টসহ ৬ কর্মী করোনার পরীক্ষায় পজিটিভ আসার পর প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তারা কোয়ারেন্টাইনে চলে গেছেন।
এই কর্মকর্তারা আইইডিসিআর ভবনের বাইরে থেকে আলাদা এক ভবনে কোয়ারেন্টাইনে আছেন। সেখান থেকে তারা নিয়মিত অফিসের কাজ করছেন। আইইডিসিআর সূত্রে জানা গেছে, এই ছয়জনের করোনা পজেটিভ আসার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি ১৪ দিনে হোম কোয়ারেন্টাইনে চলে যান।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা এ বিষয়ে নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, আইইডিসিআরে করোনায় আক্রান্ত ৬ কর্মীর মধ্যে রয়েছেন টেকনোলজিস্ট ও পচ্ছিন্নতাকর্মীও। এরপর আক্রান্ত হন তাদের সংস্পর্শে আসা পরিবারের দুই সদস্যও তাই তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
                                            

এটি পড়ে দেখতে পারেন

মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরনো রূপে ফিরবে, আশা তথ্যমন্ত্রীর

  করোনা মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারো পুরনো রূপে ফিরবে বলে আশাপ্রকাশ …