সোমবার , এপ্রিল ৭ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / পটিয়ায় কলেজ ছাত্র শাহেদ খুনের আসামী র‍্যাবের হাতে আটক

পটিয়ায় কলেজ ছাত্র শাহেদ খুনের আসামী র‍্যাবের হাতে আটক

মো: ইয়াছিন আকাশ ( পটিয়া প্রতিনিধি)

পটিয়ায় কলেজ ছাত্র শাহেদুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামী মো: সোলায়মান টিংকুকে গ্রেফতার করেছে র‍্যাব

র‍্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের এসআই শাহাদৎ আলী বুধবার (১৪ জুন) সকালে র‍্যাব ৭ চান্দগাঁও এলাকা থেকে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।গত ১ জুন রাতের বেলা ছনহরা ইউনিয়নের বাথুয়া ব্রীজের নিচে শাহেদুল ইসলামের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক আ.ন.ম এরশাদ উল্লাহ শাহেদুল ইসলাম হত্যাকান্ডের মূল আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বাথুয়া ব্রীজের নিচ থেকে উদ্ধার হওয়া পটিয়া কলেজের ছাত্র শাহেদুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনায় ১নং আসামীকে আটক করে পটিয়া থানায় আনা হয়েছে।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় সংঘবদ্ধ কিছু যুবক মিলে শাহেদুল ইসলামকে মারধর করছে।

ওই ঘটনার পরপরই শাহেদুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরদিনই মা বেবী আকতার বাদী হয়ে পটিয়া থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা করে।

নিহতের বড় ভাই পারভেজ ১ নং আসামী আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাকী আসামীদেরও দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দাবি জানায়।

পটিয়া থানায় ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, যেহেতু প্রধান আসামীকে আটক করা হয়েছে, ক্রমান্বয়ে অন্য আসামীদেরও আইনের আওতায় আনা হবে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …