মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে চুরি,কক্সবাজারে মোটর সাইকেল অবশেষে উদ্ধার

চট্টগ্রামে চুরি,কক্সবাজারে মোটর সাইকেল অবশেষে উদ্ধার

অভি পাল,প্রতিনিধি
সাগর চক্রবর্তী(২৫), পেশায় একজন সাংবাদিক। চকবাজার থানাধীন ডিসি রোড, মৌসুমি আবাসিক এলাকার এস এ ভবনের ভাড়া বাসায় বসবাস করেন।শখের বসে কিনে ছিলেন এইচ পাওয়ার ব্রান্ডের মোটর সাইকেল।প্রতিদিনের দৈনন্দিন কাজ শেষ করে গাড়িটি পাকিং করে রাখতেন নিজ বাসার নিচে পাকিং এর জায়গায়। জানা ছিল না তার শখের মোটর সাইকেলটির উপর কু দৃষ্টি পরবে।

অপ্রত্যাশিত ঘটনায় যেন সত‍্য হয়ে গেল,৪ মে মোটরসাইকেলটি পাকিং স্হান থেকে যেন লাপাত্তা হয়ে গেল।হন্তদন্ত হয়ে তিনি ছুটে আসেন চকবাজার থানায়।এ ব‍্যাপারে চকবাজার থানায় এজাহার দায়ের করা হলে তদন্তকারী অফিসার এস আই আবু জাহের মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসার পার্কিং এর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেন। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান হয় যে বাসার দারোয়ান নুরুল হুদা(১৮) মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছে।

দীর্ঘ দেড় মাসের নিরলস চেষ্টার পর এস আই আবু জাহের মোল্লা অভিযুক্ত দারোয়ান ও অভিযুক্তের মাধ্যমে চোরাইকৃত মোটরসাইকেল এর অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। অবশেষে কক্সবাজার জেলার রামু থানা ও চকরিয়া থানায় ৪৮ ঘন্টার একটানা অভিযানে ঘটনায় জড়িত অভিযুক্ত নুরুল হুদা(১৮)ও তার দেখানো মতে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়।

এ ব‍্যাপারে চট্টবাংলাকে চকবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন,গ্রেফতার হওয়া আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …