সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / নগরীতে মোবাইল কোর্ট অভিয়ানে ৭০ হাজার টাকা জরিমানা

নগরীতে মোবাইল কোর্ট অভিয়ানে ৭০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে চকবাজার থানাধীন চন্দনপুরা দানার বাপের বাড়ীর জনৈক শওকত আনোয়ার বাদলের ভবন নির্মাণ কাজের পাইলিং এর কাদামাটি পার্শ্ববর্তী চাক্তাই খালে ফেলার দরুন খাল ভরাট হয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আজকের মধ্যে খালের ভরাটকৃত মাটি উত্তোলন করা ও নিজস্ব ব্যবস্থাপনায় পাইলিং এর কাদামাটি অপসারনের জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম এবং ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম সহ প্রকৌশল বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একই অভিযানে মির্জাপুল ও এশিয়ান হাইওয়ের মুরাদপুর এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্টানের মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে নগরীর বায়েজিদ বোস্তামী সড়কের ২নং রেলগেইট হতে পলিটেকনিক মোড় পর্যন্ত পরিচালিত অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মান সামগ্রী রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই আদালত কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় ২ ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …