সোমবার , এপ্রিল ৭ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / পটিয়ায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক ২

পটিয়ায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক ২

অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ চট্টগ্রামের পটিয়া থানাধীন মুজাফরাবাদের মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে হতে হানিফ পরিবহনের বাসে তল্লাশী চালিয়ে মোট ২৭০০ পিস ইয়াবা সহ আক্তার হোসেন ও গৌরঙ্গ চন্দ্র দে নামের ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

সোমবার ৪ জানুয়ারি সন্ধ্যায় উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মুজাফরাবাদের মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে হানিফ পরিবহনের বাস হতে আক্তার হোসেন ও গৌরঙ্গ চন্দ্র দে কে আটক করে।

এ সময় তল্লাশী চালিয়ে আক্তার হোসেনের হেফাজত হতে ১৫০০ পিস এবং গৌরঙ্গ চন্দ্র দে এর হেফাজত হতে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …