নয়ন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: উপ-অঞ্চল কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে চলমান মাদকবিরোধী অভিযানে সর্বমোট ৫০০০ পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডি.এন.সি.) চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চল এর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এর তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এর সহযোগিতায় ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম গোপন তথ্যের ভিত্তিতে নগরীর কোতয়ালী থানাধীন কদমতলী মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়ী মো: আতিকউল্লাহ(২০) কে ১৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সকালে ডবলমুরিং সার্কেলের উপ-পরিদর্শক মো: আবদুল মতিন মিঞা এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অপর এক মাদক বিরোধী অভিযানে কোতোয়ালী থানাধীন নতুন স্টেশন রোড এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোছা: রুবি আক্তার (৩৫) কে ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে কোতোয়ালী সার্কেলের সহকারী উপ-পরিদর্শক মো: লুৎফর রহমান এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম গোপন কোতয়ালী থানাধীন বিআরটিসি বাস কাউন্টার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নেজাম উদ্দিন(৩০)কে গ্রেফতার করে।
এ সময় তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ১৩০০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।