
চট্টগ্রামে চালকের সহকারীর কাছে এক টাকা ফেরত চাওয়ায় জসিম উদ্দিন নামে এক যাত্রীকে বাস থেকে ফেলে হত্যার ঘটনা জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সামাবেশ হয়েছে।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে নগরীর জিইসি মোড়ে যাত্রী কল্যাণ সমিতি এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে জসিম উদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা জানায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিটিকে হারিয়ে অসহায় জীবন যাপন করছে পরিবারটি।
তিন সন্তানের ভবিষ্যত গড়ে দিতে প্রধানমন্ত্রীর সহায়তা ও কামনা করেন তারা। তাছাড়া যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় সমাবেশ থেকে।
উল্লেখ্য শুক্রবার রাতে নগরীর জিইসি মোড় এলাকায় বাসের চালক থেকে এক টাকা ফেরত চাইলে চালকের সহকারী জসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরদিন শনিবার রাত তিনটার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক রাকিব ও চালকের সহকারী আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত জসিমের পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জসিম নগরীর আগ্রাবাদে একটি বেসরকারি কোম্পানিতে ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত বাসচালক ও তার সহকারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি