শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভাটিখাইন আওয়ামী লীগের দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভাটিখাইন আওয়ামী লীগের দোয়া মাহফিল

এম জাবেদুর রহমান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে পূর্ব ভাটিখাইন বায়তুর রহমত জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে ভাটিখাইন আওয়ামী লীগ।

২৮ সেপ্টেম্বর সোমবার ভাটিখাইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পূর্ব ভাটিখাইন বায়তুর রহমত জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মুমিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম খোকন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম ছবুর তালুকদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, ছাত্রনেতা করিম, চার্লি বড়ুয়া, মো. মহিউদ্দিন, তুহিন, তৌসিফ, জামাল, আওয়াল, রিয়াদ, জিসান প্রমুখ।

দোয়া মাহফিল শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করে ভাটিখাইন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

ভাটিখাইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন উপলক্ষে ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছি। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছি। পাশাপাশি পটিয়ার অভিভাবক ও পটিয়ার সাধারণ জনগণের জনপ্রিয় নেতা বারেবারে নির্বাচিত সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …