নয়ন: চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়ার ইউনিটেক্স মিলের সামনে গাড়ী চাপায় মাহবুবুর রহমান(৪২) নামে এক এস আই নিহত এবং নোমান(২৪) নামের এক কনস্টেবল আহত হয়েছে।
রবিবার ২০ সেপ্টেম্বর ভোরে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় বার আউলিয়া হাইওয়ে পুলিশ গাড়িটি ধাওয়া করে বাঁশবাড়িয়া ইউনিটেক্স মিলের সামনে দাঁড় করায়।
এসময় অপর একটি ট্রাক কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে গাড়ির সামনে থাকা এস আই মাহবুবুর রহমান ও কনস্টেবল মামুন গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক এস. আই মাহবুব কে মৃত ঘোষণা করেন।
কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোর সাড়ে ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড হতে একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান ধরা হয়।এ সময় অপর একটি ট্রাক কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।
নিহত এস. আই মাহবুবুর রহমান কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিরা গ্রামের মৃত তফাজ্জল হোসেন এর পুত্র।