সোমবার , এপ্রিল ৭ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / ফটিকছড়িতে জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপ’র ডিএমডি মেহেদী হাসান’র ব্যতিক্রমী উদ্যোগ

ফটিকছড়িতে জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপ’র ডিএমডি মেহেদী হাসান’র ব্যতিক্রমী উদ্যোগ

এম.জুনায়েদ। চট্টবাংলা ফটিকছড়ি প্রতিনিধি-ঃ
করোনা মহামারীর এসময়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রান বিতরণ। পিপিই-মাস্ক বিতরণ। গ্রামের মসজিদের ইমাম আর মন্দিরের সেবায়েতদের দেয়া হয় বিশেষ উপহার। দেয়া হয় এলাকার মধ্যবিত্ত আর নিম্ন-মধ্যবিত্তদের জন্য রমজানের উপহারও।
একের পর এক মানবিক কাজের পর এবার আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ নিলেন, বিশিষ্ট শিল্পপতি জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপ’র ডিএমডি মোঃ মেহেদি হাসান বিপ্লব।
মহামারীর এ সময়ে খাদ্য সংকট দুর করতে তিনি উপজেলার বালুটিলা এবং পার্শ্ববর্তী বাগান বাজার ইউনিয়নের উদায় পাথর এলাকার অনাবাদী জমিতে স্থানীয় সেচ্চাসেবকদের মাধ্যমে শাক সবজী চাষের পরিকল্পনা হাতে নেন।
এলাকার অনেকেই তাদের জমি স্বল্প সময়ে সব্জী উৎপাদনের জন্য ব্যবহার করার সম্মতি দিয়েছেন। শিল্পপতি মেহেদি হাসানের নিজ খরচে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে গরিব এবং কর্মহীন কৃষকদেরকে এতে সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি।
তিনি জানান, করোনা ভাইরাস’র (কোভিড-১৯) কারণে এলাকায় খাদ্য সংকট দেখা দিতে পারে। খাদ্য সংকট মোকাবেলায় স্থানীয়দের পাশে দাঁড়াতেই নেয়া হয়েছে এউদ্যোগ।
এ ব্যবস্থায় উৎপাদিত সবজী স্থানীয়দের মাঝে বিনামূল্যে বিতরন করা হবে বলে জানান এই তরুণ শিল্পপতি।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …