মহিন আহম্মেদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
প্রতিটি মানুষ যখন সময় পার করছে করোনা আতঙ্কে। গাণিতিকহারে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। লকডাউন হচ্ছে জেলার নতুন নতুন উপজেলা। ঠিক তখনি আশাজাগানিয়া সংবাদের জন্মদিল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা যোদ্ধারা। তাঁদের আন্তরিক সেবায় নতুন জীবন ফিরে পেল করোনা আক্রান্ত ৫জন।
করোনা মানে নিশ্চিত মৃত্যু। এই তথ্যকে পুরোপুরি মিথ্যা প্রমানিত করল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের একদল করোনা যোদ্ধা। করোনা আক্রান্ত রোগীদের সামনে জ্বালিয়ে দিল আলোর মশাল। দিনরাত তাঁদের সেবায় আজ আবার প্রান ফিরে পেল মৃত্যুর হিমশীতলতাকে আলিঙ্গণ করতে যাওয়া মানুষগুলো। তারা দেখল সাক্ষাত ঈশ্বররুপি ডাক্তারদের।
আজ বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রামে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়া পাঁচ রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে সম্পূর্ণ সূস্থ হয়ে বাড়ি ফিরেন তারা।
সুস্থ হওয়া এসব রোগীরা হলেন, নগরীর দামপাড়া ১ নম্বর গলির ২৫ বছরের যুবক জাহেদুল হক মামুন, হালিশহর শাপলা আবাসিক এলাকার ৪০ বছর বয়সী নারী হাসিনা বেগম, সাগরিকার গার্মেন্টস কর্মকর্তা ওমর আলী, পাহাড়তলী সিডিএ এলাকার সবজিবিক্রেতা কামাল উদ্দিন ও সীতাকুন্ডের আনোয়ার হোসেন।
জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব মাসুম জানান, ‘পাঁচ আক্রান্ত রোগীর পরপর দুইবার পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট আসে। তাই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ছবি কৃতজ্ঞতায়-ঃ চট্টগ্রাম-শুধুই চট্টগ্রাম।