আকাশ বৈদ্য, মিরসরাই
মিরসরাইয়ে পাকিস্তানের জার্সি গায়ে শহীদ মিনার ভাঙচু-রের অভিযোগে আব্দুর রহিম প্রকাশ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।১৭ তারিখ রোববার বিকালে বামনসুন্দর বাজারে অভিযান চালিয়ে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। আটক আব্দুর রহিম কাটাছরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বামনসুন্দর এলাকার ইমন আলী বলি বাড়ির অলি উল্ল্যাহ প্রকাশ শাহাব মিয়ার পুত্র।
জানা গেছে, শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বামনসুন্দর এফএ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুপুরে যখন সবাই ছিল না তখন আব্দুর রহিম প্রকাশ হৃদয় পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে এবং জুতা পরে শহীদ মিনারে উঠে ফুলগুলো ফেলে দেয় এবং লাঠি দিয়ে শহীদ মিনার ভাঙচু-র করে।ভিডিওতে দেখা গেছে এই ছেলে নিজেই বলেছে ওর শরীরে নাকি পাকিস্তানিদের রক্ত আছে। একে পাকিস্তানে পাঠিয়েদেয়া উচিত।বাংলার মাটিতে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকারকারীর থাকার কোন অধিকার নেই।