অভি পাল (প্রতিনিধি)
তাপস বড়ুয়ার নেতৃত্বে পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই উক্ত সভায় আহ্বায়ক কমিটির বাবু তাপস বড়ুয়ার পরিচালনায় উক্ত সভায় বিভিন্ন বৌদ্ধ পল্লীর গনমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিল। এই সভায় উক্ত সংগঠনের গঠনতন্ত্র পেশ করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রমিত বড়ুয়া (জনি) তিনি সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে শপত গ্রহণ করে আগামী ২০২৪—২০২৫ দুই বছর মেয়াদি ৪৯ জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে প্রধান পৃষ্টপোষক বাবু রাজু বড়ুয়া উপদেষ্ঠা ভদন্ত বিনয় রক্ষিত মহাথেরো ভদন্ত জ্ঞানজিৎ থেরো ভদন্ত মৈত্রীপাল থেরো এবং প্রধান উপদেষ্টা বাবু তাপস বড়ুয়া উপদেষ্টা বাবু প্রদীপ বড়ুয়া ও বাবু জয়ন্ত বড়ুয়া। সভাপতি পদে জ্ঞানবোধি ভিক্ষু সাধারন সম্পাদক প্রমিত বড়ুয়া জনি সিনিয়র সহ-সভাপতি শিপন বড়ুয়া রিন্টু বড়ুয়া সাগর সহ-সভাপতি পদে মৈত্রী টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শরন বড়ুয়া সহ- সভাপতি রাহুল বড়ুয়া যুগ্মসাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া যুগ্ম সাধারণ সম্পাদক শুভ বড়ুয়া সহ যুগ্মসাধারন সম্পাদক মানব বড়ুয়া সাংগঠনিক সম্পাদক পার্থ বড়ুয়া রাজ সহ সাংগঠনিক সম্পাদক শাসনমিত্র শ্রামন অর্পন বড়ুয়া অর্থ সম্পাদক রিমেন বড়ুয়া সহ অর্থ সম্পাদক অনন্য বড়ুয়া দপ্তর সম্পাদক প্রিতম বড়ুয়া দিব্য দপ্তর সম্পাদিকা মুমু বড়ুয়া মহিলা সম্পাদিকা বৈশাখী বড়ুয়া ববি সহ- মহিলা সম্পাদিকা রাজশ্রী বড়ুয়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিপ্পন বড়ুয়া সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ বড়ুয়া প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক অভিজিৎ বড়ুয়া সহ-প্রচার সম্পাদক অয়ন বড়ুয়া সমাজ কল্যান বিষয়ক সঞ্চয় বড়ুয়া সহ-সমাজ কল্যান বিষয়ক শুভ বড়ুয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুজন বড়ুয়া সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অন্বেষা বড়ুয়া আইন বিষয়ক সম্পাদক পিয়াল বড়ুয়া ধর্ম বিষয়ক সম্পাদক স্বপ্নীল বড়ুয়া সকাল সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হ্রদয় বড়ুয়া সাংস্কৃতিক সম্পাদিকা বিথী বড়ুয়া সহ- সাংস্কৃতিক সম্পাদিকা তিতলি বড়ুয়া ত্রান বিষয়ক সম্পাদক দূর্জয় বড়ুয়া সহ-ত্রান বিষয়ক সম্পাদক নিরব বড়ুয়া অনলাইন বিষয়ক সম্পাদক তুষার বড়ুয়া আদি সহ-অনলাইন বিষয়ক অন্তু বড়ুয়া ইশান কার্যকারী সদস্য অর্পিতা বড়ুয়া জুলি প্রমিত বড়ুয়া সৌরভ বড়ুয়া শুভ বড়ুয়া হিমেল বড়ুয়া সাকেল বড়ুয়া সহ প্রমুখ।
বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক প্রমিত বড়ুয়া জনি বলেন আমরা তিন বছর যাবৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে বিভিন্ন মানবিক কাজ করে আসছি আপনারা সকলে আমাদের পাশে আছেন বলে আমরা এগিয়ে যাচ্ছি ভবিষ্যতে আমাদের নতুন কিছু করার পরিকল্পনা করছি।মৈত্রী টিভির চেয়ারম্যান শরন বড়ুয়া বলেন আমাদের চারপাশের কিছু লোক বলেন মানবিক সংগঠন করলে আশে পাশের লোক অনেক কিছু বলবে সেটা নিয়ে ভেঙ্গে পড়া যাবে না, নিজের অগ্রযাত্রায় এগিয়ে যেতে হবে। মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য সংগঠনটা বৌদ্ধ হলেও আমরা সকলকে নিয়ে কাজ করে থাকি, বর্তমানে মানবিক কাজ নিয়ে আমাদের অগ্রযাত্রা। সকল সংগঠনের প্রতি অনুরোধ, আপনারা যারা সংগঠন আছেন দয়া করে মানবিক কাজে এগিয়ে আসুন।