
চট্ট বাংলা ডেক্স
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তা ও হামলার অভিযোগে দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী মনোনয়ন বাতিল করতে আওয়ামী লীগের প্রতি দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিকদের সমাজ।
আজ দুপুরে চট্টগ্রামে কর্মরত টিভি সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন সাংবাদিক নেতারা ।
এসময় সাংবাদিক নেতারা বলেন, নির্বাচনের আগেই আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে প্রশ্ন করায় যিনি সাংবাদিকদের গায়ে হাত তোলার মতো ঔদ্ধত্য দেখাতে পারেন, কেউই তার কাছে নিরাপদ নয়।
বিতর্কিত এই ব্যক্তি আগেও বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড ছাড়াও সাংবাদিকদের হুমকি, মিথ্যা মামলায় জড়ানোসহ সাংবাদিকবিদ্বেষী নানা ঘটনা ঘটিয়েছেন। একজন রাজনীতিবিদের কাছ থেকে আমরা তা কখনো প্রত্যাশা করি না।
গত বৃস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে ‘আচরণ বিধি ভঙ্গের’ বিষয়ে প্রশ্ন করা মাত্র সাংবাদিকের দিকে তেড়ে যান বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। আর তার অনুসারীরা চড়াও হন সাংবাদিকদের উপর। এরপর তিনি গাড়িতে উঠে চলে যান।