সোমবার , এপ্রিল ৭ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রাম- ১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রাপ্তি হয়ে নির্বাচন করার ঘোষণা দেন -গিয়াস উদ্দিন

চট্টগ্রাম- ১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রাপ্তি হয়ে নির্বাচন করার ঘোষণা দেন -গিয়াস উদ্দিন

 

আকাশ বৈদ্য (মিরসরাই প্রতিনিধ)

 

দ্বাদশ সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা  দিয়েছেন মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন জানান, দলীয় সভানেত্রীর ঘোষণা অনুযায়ী নির্বাচনকে উৎসবমুখর করতে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান। পাশাপাশি দলের নেতাকর্মীরা তাঁর সাথে আছে বলেও দাবি করেন তিনি। এছাড়া নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে গিয়াস উদ্দিন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দ্বায়িত্ব প্রশাসনের। সুষ্ঠু পরিবেশ দিলে তিনি বিজয়ী হবেন বলেও আত্নবিশ্বাসী এই স্বতন্ত্র প্রার্থী। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, জনপ্রিয়তাকে পুঁজি করে লড়তে চান তিনি। জয়ী হলে পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যে ও শিল্পে মিরসরাইকে এগিয়ে নিতে চান তিনি। সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …