রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রাম শিল্পী সমিতির উদ্যোগে এম এম নজরুল ইসলাম কে আজীবন সম্মাননা প্রদান 

চট্টগ্রাম শিল্পী সমিতির উদ্যোগে এম এম নজরুল ইসলাম কে আজীবন সম্মাননা প্রদান 

অভি পাল (প্রতিনিধ)

 

চট্টগ্রাম শিল্পী সমিতির উদ্যোগ চট্টগ্রাম বেতারের মুখ্য সংগীত প্রযোজক ও যাত্রা অভিনেতা এম এম নজরুল ইসলাম তিতাসকে আজীবন সম্মাননা ক্রেশ প্রদান করেন চট্টগ্রাম শিল্পী সমিতি।

নগরীর মোমিন রোডস্থ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী্র অস্থায়ী কার্যালযে বিপ্লব ভট্টাচার্যের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। চট্টগ্রাম শিল্পী কল্যাণ সমিতির সহ-সভাপতি সমীরন চৌধুরী, সংস্কৃতিক সম্পাদিকা গীতা আচার্য, সহ-সাধারণ সম্পাদক প্রিয় রঞ্জন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেবেশ রক্ষিত দেবু,সমিতির সদস্য সঙ্গীত শিল্পী গৌতম চক্রবর্তী, অর্থসচিব  নয়ন চৌধুরী, শ্যামল পাল, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এ কে পিন্টু সহ আরো অনেকে।

এ সময় এম এম নজরুল ইসলাম বলেন – আকাশ মিডিয়ার  প্রতিযোগিতার কাছে আজ আমরা থমকে পড়েছি। আমরা আমাদের দেশীয় সংস্কৃতিক টাকে অনেকটা ভুলতে বসেছি। তিনি মনে করেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের হাতে তুলে দিতে চট্টগ্রাম শিল্পী সমিতির কোন বিকল্প নেই।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …