শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক কেন্দ্রীয় সংসদের অভিষেক সম্পন্ন

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক কেন্দ্রীয় সংসদের অভিষেক সম্পন্ন

অভি পাল(প্রতিনিধি)
গীতা হলো একজন মানুষের দেহের প্রাণস্বরূপ দেহের মধ্যে যেমন প্রাণ না থাকলে দেহের মূল্যায়ন থাকে না তেমনি যে মানুষ দৈনন্দিন জীবনে একবার গীতার নামটি উচ্চারণ করে না তার জীবনটা বৃথা হয়ে যায়। আর এই গীতায় পারে অন্ধকার সমাজ থেকে জ্ঞানের পথে ফিরিয়ে আনতে সমাজের মাদকাসক্ত সকল ছেলে মেয়েকে ধর্মের পথে ধাবিত করতে।তাই গীতা গ্রন্থ দৈনন্দিন পাঠ করার জন্য আহ্বান করেন।

চট্টগ্রাম ইন্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক কেন্দ্রীয় সংসদের এর শুভ অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা।

এসময় বক্তরা আরো বলেন,বাগীশিকের কাজ শুধু গীতা প্রচারের সীমাবদ্ধ নয়, বাগীশিক অসহায়, হতদরিদ্র মানুষকে নানান সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন প্রতিনিয়ত।বাগীশিক বাংলাদেশের আনাচে কানাচে গীতা প্রচারে নিঃস্বার্থভাবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।বাগীশিকের এসব কার্যক্রম প্রশংসার দাবিদার।

বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরীর সভাপতিত্বে মাঙ্গলিক অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ এবং শ্রীমৎ অজপানন্দ ব্রম্মচারী মহারাজ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্যে। আশীর্বাদক ছিলেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনান্দ ব্রম্মচারী।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল সিআইপি। প্রধান আলোচক ছিলেন পুন্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দেবদুলাল ভৌমিক। সম্মানিত অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ দাশ মজুমদার, উত্তর জেলা সংসদ এর অন্জন শেখর দাশ, দক্ষিণ জেলা সংসদের বাবুল ঘোষ বাবুন।

নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এড.তপন কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর সাবেক সভাপতি এবং অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক দেশপ্রিয় চৌধুরী বিনয় এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. শুভাশিষ শর্মা।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …