সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বিএসপির চান্দগাঁও ও চকবাজার থানা কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বিএসপির চান্দগাঁও ও চকবাজার থানা কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

 

অভি পাল(প্রতিনিধি)
২৫ আগষ্ট দেওয়ান বাজারস্থ জয়নাব কলোনী কমিউনিটি হলে বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম মহানগর অন্তর্ভুক্ত চান্দগাঁও থানা ও চকবাজার থানা পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম মহানগর অর্থ ও দপ্তর সম্পাদক নয়ন বিশ্বাংগ্রী সন্ঞ্চালনা ও আহ্বায়ক নারায়ণ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি(বিএসপির) কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আশীষ কুমার দাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম মহানগর যুগ্ন আহ্বায়ক রূপক কান্তি দেবনাথ, অ্যাডভোকেট সন্জ্ঞয় চক্রবর্তীঅজয় ভট্টাচার্য,, সাংবাদিক অভি পালসহ বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা ও চকবাজার থানা কমিটির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ও অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ সনাতন পার্টি সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার ও সুরক্ষার জন্য কাজ করবে। সকল সনাতনীদের বিপদে আপদে পাশে দাঁড়াবে। তাই সকল সনাতনীদের কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে নিজেদের মধ্যে থাকা সংগঠনের পদের প্রতি লোভ লালসা, প্রতিহিংসা, ঝগড়াঝাঁটি ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …