![](https://chattobangla.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
অভি পাল(প্রতিনিধি)
আমি সমাজের দায়বদ্ধতা থেকে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনা অনুযায়ী আমরা বন্যাকবলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাবো।পানিবন্দী পরিবারগুলোর কাছে রান্না করা খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।আগামীদিনগুলোতেও আমাদের এ কাজ অব্যাহত থাকবে।’
এই কথাগুলো বলেন গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু
চন্দনাইশে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ত্রান বিতরনকালীন।
তিনি আরো বলেন,বন্যাগ্রস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের ভিত্তবানদের প্রতি আহ্বান জানান ছাত্রলীগের এ নেতা।
এসময় উপস্থিত ছিলেন গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক সেফাতুন নূর চৌধুরীসহ অনেকে।