দুর্জয় বড়ুয়া (শান্ত)
খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
রোববার (৩০ জুলাই) রামগড় ব্যাটালিয়ন সদরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁশিবাড়ী বিওপির নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল খেদাব্রিজ এলাকায় অভিযানে যায়। চোরাকারবারিরা সীমান্তের ওপার থেকে বাংলাদেশে ঢুকছিল। এ সময় বিজিবি দল তাদের ধাওয়া করলে চোরাকাবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশি করে ভারতীয় ১৪টি কোম্পানির ৩২০টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ মোবাইলের মূল্য এক কোটি টাকারও বেশি। জব্দ মোবাইল সীতাকুণ্ড কাস্টম অফিসে জমা দেওয়া হবে ।
ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহৎ এ চোরাচালানটি জব্দ করা হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ।