দুর্জয় বড়ুয়া শান্ত (দীঘিনালা প্রতিনিধি)
খাগড়াছড়ি পার্বত জেলার দীঘিনালা উপজেলায় আগুনে পুড়ল ৬০ টি দোকান। গতকাল মঙ্গলবার রাত ১ টার দিকে উপজেলা বাস টার্মিনাল- সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে এ আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার কিছুক্ষণ এর মধ্যে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অনেক চেষ্টার পড়েও আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।পড়ে রাত ২ টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। স্হানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম জানান ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে বলে জানান। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ইউএনও।