সোমবার , এপ্রিল ৭ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / ঘুর্ণিঝর মোখা মোকাবিলায় চট্টগ্রামের আন্দরকিল্লায় ট্রাস্কফোর্স টিম গঠন

ঘুর্ণিঝর মোখা মোকাবিলায় চট্টগ্রামের আন্দরকিল্লায় ট্রাস্কফোর্স টিম গঠন

 

নিজস্ব সংবাদদাতা

আসন্ন ঘূর্ণিঝর “মোখা” মোকাবেলায় চট্টগ্রামের ৩২ নং আন্দরকিল্লা ট্রাস্কফোর্স টিম গঠন করা হয়েছে।

উক্ত বিষয়ে ১৩ই মে রোজ শনিবার, সকাল ১১:৩০ মিনিটে লালদীঘি পাড়স্থ পাবলিক লাইব্রেরী ভবনের ২য় তলায় জরুরী সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহুর লাল হাজারী, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কদম মোবারক স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ইমরান জুয়েল, আরবান কমিটির ৩২ নং ওয়ার্ডের টিম লিডার জয় চৌধুরী ও শামীম আজাদ রুবেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নিশাত চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক তাপস দে,লিটন দাস,বিপ্লব চৌধুরী প্রতাপ,উৎপল দাস, বলরাম চক্রবর্তী, নিপু শর্মা,নিউটন দে ববি, উত্তম দে, তারেক চৌধুরী প্রিন্স,জ্যাকি চৌধুরী, অপূর্ব বড়ুয়া, অভিক চৌধুরী শুভ্র, মিরাজ সহ প্রমুখ।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …