অভি পাল( প্রতিনিধি)
গত ২৫ এপ্রিল দুপুর অনুমান ০১:৩০ সময় চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরার মোছাঃ পারুল বেগম এর ছোট ছেলে তার বাসার সংলগ্ন এএকেখান স্কুলের পিছনে এসএস ভবন সেমি পাকা কলোনীর প্রবেশের গলিতে খেলাধুলা করার জন্য বের হয়। খেলাধুলা শেষে বাসায় না ফেরায় চান্দগাঁও থানায় এসে একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন তার মা।
চাদগাঁও থানা সূত্রে জানা যায় নিখোঁজ ডায়েরী তদন্তকালে এসআই জালাল আহমেদ সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে এবং ঘটনাস্থল এলাকায় প্রাপ্ত সিসিটিভির ভিডিও ফুটেজ যাচাই করে ২৮/০৪/২০২৩ খ্রিঃ মোঃ নুর ইসলাম প্রঃ মুরাদ ও মোঃ জুয়েলকে হেফাজতে নিয়ে ভিকটিমের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদেরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে হাটহাজারী থানাধীন ছিফাতলী, লুতি তালুকদার বাড়ীস্থ মোঃ রাসেল ও রিমা আক্তারের হেফাজত থেকে ভিকটিম কে উদ্ধার করেন। আটককৃতরাসহ ভিকটিমকে থানায় এনে বাদিকে সংবাদ দিলে বাদি থানায় উপস্থিত হয়ে ভিকটিমকে সনাক্ত করেন।
চাদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম বলেন;এসআই মোঃ জালাল আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা কালে ধৃত মোঃ জুয়েল এর হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেন এবং মোঃ নুর ইসলাম মুরাদ এর হেফাজত থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করেন এবং উদ্ধারকৃত মোটর সাইকেলটি ভিকটিমকে বিক্রয় করার অভিপ্রায়ে অগ্রীম প্রাপ্ত টাকায় ক্রয়কৃত মর্মে জানায়।