দুর্জয় বডুয়া শান্ত (খাগড়াছড়ি প্রতিনিধি)
পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন।
ঈদের আনন্দ সবার কাছে পৌঁছে দিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেডিয়ার ও খাগড়াছড়ি রিজিয়ন।
১৯ এপ্রিল বুধবার সকাল ১১ টা সময় পানছড়ি আর্মি ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় লোক জনের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেল মাহি, এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি,খাগড়াছড়ি জোন কমান্ডার, লেঃ কর্ণেল আবুল হাসনাত,পিএসসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জয়নাথ দেব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা,উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন সড়ক খাগড়াছড়ি একজন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনায় করছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যহত রাখবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে থাকবো। একে অপরকে সহায়তা করবো,ঈদের আগে মুহূর্তে খাগড়াছড়ি বিজিয়নের এই ধরনের সুন্দর আয়োজনের জন্য স্থানীয়রা আনন্দ প্রকাশ করেন।