শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রাম নাট্যশিল্পী কল্যাণ সমিতির ইফতার মাহফিল, দোয়া ও সম্মাননা প্রদান

চট্টগ্রাম নাট্যশিল্পী কল্যাণ সমিতির ইফতার মাহফিল, দোয়া ও সম্মাননা প্রদান

 

অভি পাল (প্রতিনিধি)

‘পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাধীনতা পরবর্তী সময়ে যাদেও আমরা হারিয়েছি’ তাদের স্মরণে গত ১৫ এপ্রিল (শনিবার) বিকেল ৪ টায় চট্টগ্রামস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নাট্যশিল্পী কল্যাণ সমিতির ইফতার, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরাফত চৌধুরী।

বিপ্লব ভট্টাচার্যের সঞ্চালনায় চট্টগ্রাম নাট্যশিল্পী কল্যাণ সমিতির ইফতার, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উদীয়মান শিল্পী কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি চন্দ্রনাথ বিশ্বাসচান্দু, প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ ও নাট্য ব্যক্তিত্ব সুদর্শন চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উদীয়মান শিল্পী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মো. নুরুন্নবী চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম নাট্য শিল্পী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে পিন্টু।

আলোচনায় অংশগ্রহণ করেন, শিপ্রা চৌধুরী, মানস পাল চৌধুরী, মহসীন চৌধুরী, নাছির চৌধুরী, মুসলিম আলী জনি, অর্মি ভট্টাচার্য, গীতা আচার্য, বরুণ সেন দোয়েল, প্রিয় রঞ্জন চৌধুরী, শিউলী চৌধুরী, গৌতম চক্রবর্তী, নয়ন চৌধুরী , দেবেশ রক্ষিত দেবু, দেবাশিষ চৌধুরী, রতন দে, নুরুল ইসলাম ও কে কে বাবুল প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৭ জন গুণিশিল্পীকে উত্তরীয় ও আজীবন সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- সুবর্ণা ভট্টাচার্য, সাধন দে, আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী, শরাফত চৌধুরী, মোহাম্মদ মাহাবুব আলী, সোমা ভট্টাচার্য ও সমীরণ চৌধুরী।

 

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …