বুধবার , ডিসেম্বর ৬ ২০২৩
শিরোনাম
Home / চট্টগ্রাম / বিনয়বাঁশী জলদাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

বিনয়বাঁশী জলদাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

নিজস্ব সংবাদদাতা

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৫ এপ্রিল বুধবার সকাল দশটায় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তুভিটায় ভাস্কর চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যােগে দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা।

অনুষ্ঠানের মধ্যে ছিলো ঢোলবাদন প্রদর্শন, সঙ্গীত, আবৃত্তি ও আলোচনা সভা। এই সময় শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রণব রাজ বড়ুয়া সভাপতিত্বে বিনয় বাঁশী শিল্পগোষ্ঠীর পরিচালক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব জলদাসের সঞ্চালনায়
সভায় স্বাগত বক্তব্য রাখেন, শিল্পী পুত্র ঢোলবাদক বাবুল জলদাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌর: মেয়র জহুরুল ইসলাম জহুর, সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, সাংবাদিক গৌতম চক্রবর্ত্তী,বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রের অভিনেতা অনুপম বড়ুয়া পারু, শিক্ষক ও সাংবাদিক সেকান্দর আলম বাবর, শিক্ষক প্রদূল কান্তি দে, আবুল কাশেম, মোঃ মাহবুবুর রহমান, প্রকাশ বড়ুয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিল্পী বিধান দাস, বকুল বড়ুয়া, দোলন জলদাশ, কালীপদ দাস, নীলা দাস (মণি), শিমু দাস, প্রীতি দাস, মন্দিরা দাস, অনিক দাস, অন্তিকা দাস (রাধিকা) মোহাম্মদ রাসেদুল আলম, শওকত আরমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই বিনয় বাঁশী জলদাসের ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিভাস্করে উপস্থিত সকলে পুষ্প মাল্য ও শ্রদ্ধা নিবেদন করেন।

এটি পড়ে দেখতে পারেন

সাংবাদিকের প্রশ্নে চড়াও চট্টগ্রাম ১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর 

  চট্টবাংলা ডেক্স   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন …