অভি পাল (প্রতিনিধি)
মহান বিজয় দিবসে বাশঁখালী ২নং সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমান উল্লাহ চৌধুরীর নেতৃত্বে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ২ নং সাধনপুর ইউনিয়নের আওয়ামী লীগ, আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় উপস্থিত বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা আসার পর স্বাধীনতাকামী ও মুক্তি পাগল বাংলার দামাল সন্তানেরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ৩০ লাখ প্রাণের বিনিময়ে ও দুই লক্ষ মা বোনের ইজ্জত এর বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়েছে। সে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই স্বশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি। স্বাধীনতার মাসে সোনার বাংলা গড়া প্রতিটি বাঙ্গালির অঙ্গিকার ও দৃঢ় প্রত্যয় থাকা উচিৎ। সকল চড়াই উৎড়াই পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও দেশমাতৃকার কল্যাণে সবাই কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।
উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক বাঁশখালী উপজেলা কৃষক লীগ মোঃ ইলিয়াস সাংগঠনিক সম্পাদক বাঁশখালী উপজেলা কৃষকলীগ, মোঃ আব্দুল মোনাফ,২নং সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক স্বরাজ ভট্টাচার্য সুজন সভাপতি ৫নং ওয়ার্ড, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ সঞ্জয় কুমার পাল , ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃওসমান, সাবেক মেম্বার রেজাউল করিম ২নং ওয়ার্ড সভাপতি, স্বপন দে ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, মোঃ মজিদ বাঁশখালী কৃষকলীগ, মোঃ ইলিয়াস সভাপতি ২নং সাধনপুর ইউনিয়ন কৃষকলীগ,মোঃ রশিদ সাধারণ সম্পাদক ২নং সাধনপুর ইউনিয়ন কৃষক লীগ, প্রভাত দে মুহুরী, মোঃ নবী সহ ২নং সাধনপুর ইউনিয়ন কৃষকলীগ ও,আরও অন্যান্য নেতৃবৃন্দ।