অভি পাল (প্রতিনিধি)
দীর্ঘ ১১ বছর পর আগামী চার ডিসেম্বর চট্টগ্রামে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি। নগরের পলোগ্রাউন্ড মাঠের জনসভা কে সফল করতে সারা চট্টগ্রাম জুড়ে চলছে প্রচার-প্রচারণ সকল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও তারুণ্যের বাংলাদেশ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাহ আলম শিকদার নগরীর নিউমার্কেট মোড়ে এপেক্স শোরুম এর উপরে একটি খালি জায়গায় ৪ ডিসেম্বরের জনসভা কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে একটা ব্যানার লাগানো কে কেন্দ্র করে জসিম নামের এক ব্যক্তি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট প্রদান করায় আর বিরুদ্ধে নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন ।
বিষয়টি নিয়ে মোঃ শাহ আলম সিকদার চট্টবাংলা কে বলেন। কিছু মানুষ আমাদের স্বাধীনতা তথা সংগঠনকে অস্বীকার করতে চাই। মূলত তারাই আমাদের অগ্রযাত্রাকে রুখে দেয়ার মানসে নানান অপপ্রচারে লিপ্ত। খালি জায়গায় ব্যানার লাগিয়েছিএতেই আমার বিরুদ্ধে যোগাযোগ মাধ্যম ফেসবুকে জসিম কুরুচিপূর্ণ পোষ্ট দিয়ে আমার ও সংগঠনের মানহানির চেষ্টা করছে।
ফেইসবুকে কেন এই পোস্ট? জানার জন্য জসিমকে একাধিকবার মোবাইলে কল করে সংযোগ প্রদানে ব্যর্থ হওয়ায় তার মতামত জানা সম্ভব হয়নি।
দলের শীর্ষ নেতারা বলেন,এই পোস্টার–ব্যানার স্বল্প সময়ের জন্য উঠেছে।জনসভা সফল করতে নিজস্ব অবস্থান থেকে অনেক নেতাকর্মী প্রচার–প্রচারণায় এখন ব্যস্ত। এটা দোষের কিছু নয়। জসিমের কুরুচিপূর্ণ পোস্টের জন্য সবাই ক্ষোভ প্রকাশ করেন।