অভি পাল,প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাতে স্কুল কলেজের ক্লাস চলাকালীন সময়ে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধের জন্য উপজেলা নিবার্হী অফিসারকে লিখিত অভিযোগ দিয়েছেন গাছবাড়িয়া সরকারি কলেজের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু ও যুগ্ম আহ্বায়ক সেফা নূর চৌধুরী
আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু বলেন, চন্দনাইশ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সময়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে কোচিং সেন্টারের তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রী উপস্থিত যেমন কমে যাচ্ছে অন্যদিকে নিয়মিত লেখাপড়া বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
তিনি আরো বলেন,শিক্ষা ব্যয় আশঙ্কাজনক হারে বেড়েছে। এর প্রধান কারণ কোচিং বাণিজ্য। কোচিং ব্যবস্থা মহামারী ও ঘাতক ব্যাধিতে পরিণত হয়েছে। শিক্ষার নামে ঢালাও বাণিজ্য হচ্ছে। এটা মাদকের মতোই আমাদের গ্রাস করছে। তাই
এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা নিবার্হী অফিসারকে অনুরোধ জানান